এইচ এম এরশাদ,আন্তর্জাতিক সংবাদদাতাঃ পাকিস্তান সেনাবাহিনী সোমবার জানায়, তারা দ্বিতীয় দিনের মতো একটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। সম্প্রতি কাশ্মীরে হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, দেশ তার ভূখণ্ড রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, “এই উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর কার্যক্ষমতা নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত ন্যাভিগেশন সিস্টেম ও নির্ভুলতা যাচাই করা।” জানানো হয়, ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১২০ কিলোমিটার।
অন্যদিকে প্রধানমন্ত্রী শরীফ বলেন, “ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সফল প্রশিক্ষণ স্পষ্ট করে দেয় যে পাকিস্তানের প্রতিরক্ষা শক্তিশালী হাতে রয়েছে।” তিনি সেনাবাহিনীর “সম্পূর্ণ প্রস্তুতি” নিয়ে সন্তোষ প্রকাশ করেন।