সারাদেশ

গফরগাঁওয়ে বোনের বাড়ি থেকে ভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার।

  প্রতিনিধি ১৫ মে ২০২৫ , ২:১২:০০ প্রিন্ট সংস্করণ

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে বোনের বাড়ি থেকে ঝুলন্ত এক তরুণের লাশ উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ।

১৫ ই মে (বুধবার দিবাগত) রাত আনুমানিক ৩টা থেকে ৬টার দিকে ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

নিহতের নাম জুবায়ের আহমেদ লিমন (২২)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ স্টেশন এলাকার বাসিন্দা এবং আমানুল্লাহ কারী ও সাজিদা খাতুনের ছেলে।

লিমন ২০২১ সালে কাওরাইদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। এরপর থেকেই গফরগাঁওয়ের পাচুঁয়া গ্রামে তার বোনের বাড়িতে বসবাস করছিলেন। তার বোনের স্বামী প্রবাসে থাকায় তিনি সেখানে পারিবারিকভাবে সহযোগিতা পেতেন এবং দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে অবস্থান করছিলেন। তবে স্থানীয় লোকজন জানাই লিমনের এর আগে দুটি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতেও তারা একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। প্রতিদিনের মতোই আচরণ ছিল লিমনের। তার মধ্যে কোনো অস্বাভাবিকতা বা মানসিক পরিবর্তনের লক্ষণ তারা দেখেননি।

বৃহস্পতিবার সকালে দরজা বন্ধ পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে আত্মহত্যার বিষয় টের পেয়ে গফরগাঁও থানায় ফোন দিলে, পুলিশের উপস্থিতে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ।

গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম বলেন,লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । আত্মহত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে। ভিজিট: www.muktokathannews.com (ইন্স্যুরেন্স আওতাভুক্ত)

    View all posts

আরও খবর

Sponsered content