দুর্নীতি

পাঁচবিবিতে চানপাড়ায় ভুয়া এনজিওর নামে কোটি টাকার প্রতারণা, আটক আসাদুজ্জামান মানিক

  প্রতিনিধি ১৮ মে ২০২৫ , ১২:৪৭:৪৪ প্রিন্ট সংস্করণ

আল আমিন,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চানপাড়া এলাকায় ভুয়া এনজিওর নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন আসাদুজ্জামান মানিক (পিতা: মৃত আমিরুল ইসলাম, সাং: চানপাড়া)। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন এনজিওর নামে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

সরজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসাদুজ্জামান কখনো নিজেকে সবুজ ছায়া এনজিও’র প্রতিনিধি, আবার কখনো আশ্রয় এনজিও বা অন্যান্য সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লোনের নামে টাকা সংগ্রহ করতেন। প্রতারণার মাধ্যমে তিনি এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রায় দুই কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আজ (রবিবার) দুপুর ১টার দিকে পাঁচবিবি থানা পুলিশের সহযোগিতায় জয়পুরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে চানপাড়া এলাকা থেকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুজ্জামানের বিরুদ্ধে জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় মোট ১২ থেকে ১৪টি মামলা রয়েছে।

এলাকাবাসীরা দাবি করেছেন, তারা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত চান এবং আসাদুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন যেন এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের কয়েকজন সদস্যের সহযোগিতায় জয়পুরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে চানপাড়া এলাকা থেকে আটক করেছি। তদন্ত এখনো চলমান রয়েছে। তার বিরুদ্ধে ১২ থেকে ১৪টি মামলা রয়েছে।”

Author

আরও খবর

Sponsered content