রাজনীতি

“বাংলার মাটি ভিনদেশিদের জন্য নয়” — ব্রাহ্মণবাড়িয়ায় মামুনুল হক

  প্রতিনিধি ১৯ মে ২০২৫ , ১২:৫৯:৩৩ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া :  খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামি করার জন্য নয়। বাংলার এক ইঞ্চি মাটিও ভিনদেশিদের ব্যবহার করতে দেওয়া হবে না।”

শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে খেলাফত মজলিসের জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “২০২৪ সাল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এ দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে, দিল্লির আধিপত্য আর বাংলার মানুষ মেনে নেবে না।”

তিনি বলেন, “শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেন, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হই। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে না ফিরে ভারতের ইন্দিরা গান্ধীর কাছে ছুটে যান। সেখানেই ভারতীয় সংবিধানের মূলনীতি বাংলাদেশে আনার প্রতিশ্রুতি দেন। এরপর ১৯৭২ সালে ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।”

রোহিঙ্গা ইস্যুতে ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বাংলাদেশ একটি মানবতাবাদী দেশ। নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রোহিঙ্গা ইস্যুতে আপনার (ড. ইউনূস) আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে সম্মানের সঙ্গে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করুন।”

নারী অধিকার বিষয়ে মামুনুল হক বলেন, “নারী অধিকার নিয়ে কোনো ব্যবসা চলবে না। মা-বোনদের ইজ্জতের সঙ্গে কেউ খেলতে চাইলে রাজপথেই তার জবাব দেওয়া হবে।”

শাপলা চত্বর ও জুলাই গণহত্যাসহ সকল ঘটনার বিচার এবং হেফাজতের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মো. আব্দুল আজিজ।

এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।

Author

আরও খবর

Sponsered content