এইচ এম এরশাদ,আন্তর্জাতিক সংবাদদাতাঃ সিরিয়ার কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে যে তারা দেশের পশ্চিমাঞ্চলীয় শহর লাতাকিয়াতে একটি বড় মাদক চালান জব্দ করেছে। জব্দকৃত চালানে ছিল ৪ মিলিয়নেরও বেশি কপ্টাগন ট্যাবলেট, যা পাচারের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছিল।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আমাদের নিজস্ব উৎস থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদক লুকিয়ে রাখা একটি শিল্প-উপকরণ বোঝাই চালানের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।”
মন্ত্রণালয় আরও জানায়, “লাতাকিয়া শহরে উক্ত অভিযান চালিয়ে চার মিলিয়নেরও বেশি কপ্টাগন ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ট্যাবলেট অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল তিল থেকে তৈরি খাদ্যপণ্য ‘তাহিনি’ তৈরির জন্য ব্যবহৃত শিল্প যন্ত্রপাতির ভেতরে।”
এছাড়া তারা জানিয়েছে যে, অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়েছে এবং পাচারে ব্যবহৃত সব যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।