বাংলাদেশ

কুড়িগ্রামে মোটরসাইকেলের‌ ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  প্রতিনিধি ১৯ মে ২০২৫ , ৩:৫৪:১৬ প্রিন্ট সংস্করণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রা‌মের রৌমারী‌তে রাস্তা পারাপারের সময় মোটরসাইকে‌লের সাথে ধাক্কা লেগে আকলিমা বেগম (৭৫) না‌মে এক বৃদ্ধার মৃত্যু হ‌য়ে‌ছে।

আজ রোববার (১৮ মে) বিকেল ৪টার দি‌কে উপ‌জেলা যাদুর চর ইউনিয়নের চাক্তাবাড়ী এলাকার রৌমারী-রাজিবপুর সড়‌কে এ দুর্ঘটনাটি ঘ‌টে। নিহত আকলিমা বেগম ওই এলাকার রফিয়াল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীরা জানান, রোববার বিকেল ৪টার দিকে আক‌লিমা বেগম অটোরিকশাযোগে রৌমারী থে‌কে বা‌ড়ি ফির‌ছি‌লেন। এসময় যাদুরচর চাক্তাবাড়ী গ্রামে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থে‌কে আসা দ্রুত গ‌তির এক‌টি মোটরসাইকেল তা‌কে চাপা দি‌য়ে চ‌লে যায়। এতে তার বাম পা ভেঙে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।
রৌমারী থানার ওসি (তদন্ত) নান্দ লাল বিষয়‌টি নিশ্চিত ক‌রে জানান, ঘটনাস্থলে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত শে‌ষে আইনিগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Author

আরও খবর

Sponsered content