সারাদেশ

পঞ্চগড়ে নির্যাতনে এক শিশুর মৃত্যু!

  প্রতিনিধি ২৩ মে ২০২৫ , ৮:২১:০৪ প্রিন্ট সংস্করণ

শিশু সুমনা কান্নাকাটি করে পা জড়িয়ে ধরেছিল আমাকে আর ওখানে পাঠিও না

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার পানিমাছপুকুরি এলাকার নূরে আলম সিদ্দিকের কন্যা সুমনা (১৩), তাওহীদ মডেল মাদ্রাসার আবাসিক ছাত্রী, রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছে।

গত ১৮ মে বিকেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমনার পরিবারের অভিযোগ, এই মৃত্যু স্বাভাবিক নয়। নিহতের বড় বোন আমেনা খাতুন বলেন, কিছুদিন আগে সুমনা কান্নাকাটি করে তার পা জড়িয়ে ধরেছিল এবং বলেছিল, “আমাকে আর ওখানে পাঠিও না। ওরা আমাকে পড়াশোনার সুযোগ দেয় না, শুধু কাজ করায়। আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। ওরা আমাকে বাঁচতে দেবে না।”

তিনি আরও অভিযোগ করেন, মাদ্রাসার মুহতামিমের পুত্রবধূ সুমনাকে দিয়ে অতিরিক্ত কাজ করাতেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।

নিহতের আরেক বোন জান্নাতুল ফেরদৌস জুলি বলেন, “আমার বোন পুরোপুরি সুস্থ ছিল। মাত্র দু’বার বমি করলে কেউ কি মারা যায়? মরদেহ ছুঁয়ে মনে হচ্ছিল, সে কয়েক ঘণ্টা আগেই মারা গেছে। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। আমি এর সুষ্ঠ ত

Author

আরও খবর

Sponsered content