সারাদেশ

নাটোরে যৌথ বাহিনীর অভিযানে ইমো হ্যাকারের ৩ সদস্য আটক

  প্রতিনিধি ২৪ মে ২০২৫ , ৪:০৪:৫৯ প্রিন্ট সংস্করণ

সাধীন আলম হোসেন,নাটোর প্রতিনিধিঃ নাটোরে লালপুরের সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইমো হ্যাকার ও ব্যাংক একাউন্টের রিসিট প্রতারক চক্রের তিন হ্যাকারকে আটক করে।পরবর্তীতে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। শনিবার (২৪ মে) উপজেলার বিলমারিয়াতে রাত ৮ টার দিকে সেনাবাহিনীর বিশেষ অভিযানের মাধ্যমে ইমোসহ সোশ্যাল মিডিয়া হ্যাকার ও ব্যাংকের রিসিট প্রতারক চক্রের তিনজন হ্যাকার আটক করেন।

আটককৃতরা হলেন, উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত, বিএনপির নেতা ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে শাহরিয়ার পারভেজ, জিয়ার ছেলে জাহিদ হাসান জীবন। এসময় হ্যাকারদের কাছ থেকে অনেকগুলো সিম, মোবাইল ফোন,ল্যাপটপসহ মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, হ্যাকার চক্র অনেকদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্নভাবে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে।

Author

আরও খবর

Sponsered content