সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ আটক এক

  প্রতিনিধি ২৫ মে ২০২৫ , ৪:৪১:৫৮ প্রিন্ট সংস্করণ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলষ্টেশন প্রান্তিক পাড়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাতান নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল।

আটক আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলষ্টেশন প্রান্তিক পাড়ার মো. কাশেম আলীর ছেলে মো. হাসান তারেক ওরফে পাতান (৩৮)।

ডিএনসির এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ মে) রাত আট টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলষ্টেশন প্রান্তিক পাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালায়। এসময় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসান তারেক ওরফে পাতানের দেহতল্লাশী করে ইয়াবা ট্যাবলেট-৫০পিস এবং নগদ অর্থ ৪০ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়।

ডিএনসির পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী হাসান তারেক ওরফে পাতান এর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১০(ক)/২৬(১) ধারা মোতাবেক ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content