বাংলাদেশ

ঢাকাইয়া আকবর হত্যা: শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ভাই ও ভাগনে গ্রেপ্তার

  প্রতিনিধি ২৭ মে ২০২৫ , ৪:২২:১৭ প্রিন্ট সংস্করণ

আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের আলোচিত ‘ঢাকাইয়া আকবর’ হত্যা মামলায় দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ভাই ওসমান আলী এবং ভাগনে মো. আলভিন।

পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে সোমবার (২৬ মে) রাতে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এবং র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

জানা যায়, গত শুক্রবার রাতে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে আড্ডারত অবস্থায় ঢাকাইয়া আকবর নামে পরিচিত আলী আকবর-কে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রোববার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আকবরের স্ত্রী রূপালী বেগম বাদী হয়ে পতেঙ্গা থানায় মোট ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওসমান আলী ও মো. আলভিন এ মামলার অন্যতম আসামি।

র‍্যাব ও পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত এবং চট্টগ্রামের অপরাধ জগতে বড় সাজ্জাদের ‘পরিবারিক চক্রের’ অংশ হিসেবেই সক্রিয় ছিলেন। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় জিজ্ঞাসাবাদ চলছে।

আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে নগরবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

Author

আরও খবর

Sponsered content