ইমরান হোসেন(বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি):
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় কৃষি অফিস হলরুমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপকূলীয় লবণাক্তপ্রবণ এলাকায় জলবায়ু সহনশীল ফসলের অভিযোজন এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিতত্ত্বের বাস্তবায়নে ও ব্র্যাক ব্যাংকের অর্থায়নে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়, উপজেলা কৃষি অফিসার মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান। কৃষি সম্প্রসারন অফিসার মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর কৃষি গবেষনা ইন্সটিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(এলআর) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস। প্রশিক্ষনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার, সি:সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে জীবনন্দ রায়, আব্দুল হাই খান, পিন্টু মল্লিক, মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষানী প্রশিক্ষনে অংশগ্রহণ করে।