সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
স্কুলছাত্রীকে অপহরণ করে বিয়ে, বিচার চাইতে গিয়ে সালিসেই পিটিয়ে বাবাকে হত্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শ্রমিকের মৃত্যু বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ, ১৪’ভারতীয় জেলে আটক নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক সোহেল আহত ইয়ামিন হত্যা মামলার আসামি এএসআই গ্রেফতার ত্রিশালের সাপখালীতে কাঁচা রাস্তায় দুর্ভোগ, পাকা করার জোর দাবি এলাকাবাসীর বাবর ভাইকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফতেপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত বাহা’কে লাল কার্ড দেখালো বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা রামগঞ্জে বিশ্বখ্যাত জতুন পেইন্ট এবং কোটিংস শো-রুমের শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাছ কেটে নিধনের প্রতিবাদে শ্যামনগর বাসস্ট্যান্ডে পরিবেশকর্মী ও এলাকাবাসীর প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ

Muktakathan News
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৯০ Time View

প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরার নদী উপকূলে সামাজিক বনায়নের তিন সহস্রাধিক গাছ কেটে নিধনের প্রতিবাদে শ্যামনগর বাসস্ট্যান্ডে পরিবেশকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ। বৃহস্পতিবার দুপুরে পরিবেশ বিষয়ক সংগঠন সিডিও’র আয়োজনে গাজী আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সমাবেশ ও মানববন্ধন।

সমাবেশে চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ বলেন, শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার চরের গাছপালা হলো উপকূলবাসীর রক্ষাকারী সবুজ বেষ্টনী। সেই বেষ্টনী যেভাবে ধ্বংস প্রাপ্ত হলো তা দীর্ঘকাল এলাকাবাসীকে খেসারত দিতে হবে। তিনি প্রত্যাশা করেন অবিলম্বে পরিবেশ ধ্বংসে জড়িত এই বৃক্ষনিধনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করবেন প্রশাসন।

প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ, গাবুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফরিদা খাতুন, পরিবেশবাদী সংগঠন সিএনআরএস’র স্মরণ চৌহান, সাবেক ছাত্রনেতা মেহেদী মারুফ, স্বেচ্ছাসেবক মারুফ হোসেন মিলন, আবু রায়হান, সানজিদা খাতুন, বৃষ্টি হালদার, হাফিজুর রহমান।

পরিবেশ আন্দোলনের সংগঠক গাজী আল ইমরান বলেন, পরিবেশ ধ্বংসকারীরা যত বড় শক্তিশালী হোক প্রশাসনের থেকে তারা বেশী শক্তিশালী নয়। অবিলম্বে এদের আইনের আওতায় আনতে হবে। একই সাথে উপকূলীয় বেড়িবাঁধ জুড়ে বৃক্ষরাজি তথা সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে।
মানববন্ধন ও সমাবেশ শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন পরিবেশবাদী ও আন্দোলনকারী এলাকাবাসী।

ইউএনও নাজিবুল আলম আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, বৃক্ষনিধনের বিষয়ে দ্রুতই তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একই সাথে পরিবেশ রক্ষায় যা করণীয় তা করা হবে।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102