সারাদেশ

নাসির নগরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  প্রতিনিধি ১ জুন ২০২৫ , ৩:৫৮:২৩ প্রিন্ট সংস্করণ

আব্বাস উদ্দিন:ক্রাইম রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। শনিবার সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের একটি খাল থেকে একসাথে উদ্ধার করা হয় দুই শিশু বোনের নিথর দেহ। নিহতরা হলেন মারিয়া (১১) ও লামিয়া (৯)।

তারা গোকর্ণ গ্রামের সৌদি প্রবাসী মিনার আলীর কন্যা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরু আনার জন্য বাড়ি থেকে বের হয় দুই বোন। পথেই খালের পাশে গরু খুঁজতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যায় তারা। ছোট বোন লামিয়া পড়ে গেলে বড় বোন মারিয়া তাকে বাঁচাতে ঝাঁপ দেন খালের পানিতে। কিন্তু শেষরক্ষা হয়নি দুই বোনই পানির স্রোতে ভেসে যায়।

পরিবার ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর খালের পানিতে দুই বোনের নিথর দেহ ভেসে উঠতে দেখেন। সাথে সাথে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই করুণ খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, মূহূর্তেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোকর্ণ গ্রাম।

একই পরিবারের দুটি ফুটফুটে সন্তান যাদের প্রাণচঞ্চল উপস্থিতি ভরিয়ে রাখত আশপাশ, তাদের এভাবে চলে যাওয়া কেউই মেনে নিতে পারছে না। বাবা মিনার আলী দেশের বাইরে কর্মরত থাকায় এই শোক আরও গভীর হয়েছে পরিবারের জন্য।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এ যেন এক নিষ্ঠুর বাস্তবতা যেখানে একটি সকালই বদলে দিল একটি পরিবারের গোটা পৃথিবী।

Author

আরও খবর

Sponsered content