বিশেষ প্রতিনিধি:নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হলেও তা তোয়াক্কা না করেই প্রতিদিন দেরি করে অফিসে আসেন ঝালকাঠির নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার।
এমনই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ( ২৯ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে দশটায় সরজমিনে নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায় সবগুলো কক্ষ ই ফাঁকা। একজন অফিস সহকারী ছাড়া দেখা মেলেনি কোন কর্মকর্তা কর্মচারীদের।
বিষয়টি সম্পর্কে জানার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তারের ব্যবহারিত মুঠোফোন একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তার পক্ষ থেকে কিছু জানা সম্ভব হয়নি।