সারাদেশ

পাইকগাছায় সচ্ছতার ভিত্তিতে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন  – দৈনিক মুক্তকথন নিউজ।

  প্রতিনিধি ২ জুন ২০২৫ , ৫:০৪:০৯ প্রিন্ট সংস্করণ

এম জালাল উদ্দীন, পাইকগাছা : পাইকগাছা উপজেলা ফুড অফিস কর্তৃক শতভাগ সচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে।

 

এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফুড অফিস আয়োজনে সরাসরি লটারির মাধ্যমে ডিলার নিয়োগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, সহকারী কৃষি অফিসার এসএম মনিরুল হুদা।

 

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক সেলিম রেজা লাকি, যুবদল নেতা হুরায়রা বাদশা, বিএনপি নেতা জিয়াউদ্দিন নায়েব, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, মোঃ জামিলুর রহমান রানা, পৌর ছাত্রদল সভাপতি আরিফুল ইসলাম রনি, ফুড অফিস সহকারী জিএম শাহেদুজ্জামান (বাবু) সহ সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

 

উল্লেখ্য, পাইকগাছা পৌরসভার অনুকূলে ওএমএস ডিলার নিয়োগ পাইবার আবেদন করেন ২৫ জন। এর মধ্যে লটারির মাধ্যমে ৬ জন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। নিয়োগ প্রাপ্ত হলেন, শেখ সিরাজুল ইসলাম (পৌর বাজার) রিক্তা সুলতানা খুশি (মাছ কাটা) সমীরণ মন্ডল (কোর্ট রাস্তার মোড়) সাইফুল ইসলাম( বাস স্ট্যান্ড) অসিত চন্দ্র সরকার(সরল-শান্তির মোড়) ও আছিয়া বেগম(সরল বাজার)।

Authors

আরও খবর

Sponsered content