উৎসব অনুৃষ্ঠান

উলিপুর পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন

  প্রতিনিধি ৫ জুন ২০২৫ , ১:০৭:৩৫ প্রিন্ট সংস্করণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:   পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে, বাংলাদেশ সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়, কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে, ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩ জুন ২০২৫) সকালে পৌরসভা প্রাঙ্গণে, আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, পৌর কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ ও পৌর প্রশাসনের কর্মকর্তারা।

বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক সহায়তা কর্মসূচির উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সারাদেশে ভিজিএফসহ নানা কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার নির্দেশনায় স্থানীয় প্রশাসন সুষ্ঠুভাবে এই চাল বিতরণ সম্পন্ন করে।
এ বছর উলিপুর পৌরসভায় ৩০৮১টি ভিজিএফ কার্ডধারী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ৩০.৮১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
ইউএনও নয়ন কুমার সাহা বলেন, “ড. ইউনুস সরকারের নির্দেশনা অনুযায়ী, আমরা উপকারভোগীদের মাঝে এই সহায়তা নিরপেক্ষতা ও স্বচ্ছতার সাথে পৌঁছে দিয়েছি। ঈদের আগে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”
চাল বিতরণ কার্যক্রমে কোনো বিশৃঙ্খলা না ঘটায় উপকারভোগী ও স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এ সহায়তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ওয়ার্ডে আলাদাভাবে তালিকা যাচাই করে চাল বিতরণ করা হয়েছে, যাতে কেউ বঞ্চিত না হন।

Author

আরও খবর

Sponsered content