সারাদেশ

রহস্যজনক এক যুবকের লাস উদ্ধার, থমথমে অবস্থা এলাকা বাসি

  প্রতিনিধি ১১ জুন ২০২৫ , ২:২০:৫৬ প্রিন্ট সংস্করণ

মো আবীর হাসান,সাভার উপজেলা প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ার অদূরে কবিরপুর বেতার কেন্দ্রের পুকুর থেকে আনন্দ নামে এক যুবকের লাস উদ্ধার করে স্থানীয়রা। নিহত আনন্দ দক্ষিণ কবিরপুর নিবাসি যমুনা ( মৃত ) বাবুর ছেলে। ১০ জুন ( মঙ্গলবার ), ১১ টার দিকে কবিরপুর বেতার কেন্দ্রে একটি লাশ দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ টার দিক কবিরপুর বেতার কেন্দ্রের পাশে চলাচল করার সময় পানিতে কিছু ভাসতে দেখে সামনে এগিয়ে আসে,এসে তারা ভাসতে থাকা লাশ দেখে ডাকাডাকি শুরু করে তারা তৎক্ষণাৎ এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হন।

বন্ধু-মহল/এলাকা বাসি বলেন, আনন্দ খুবই মিশুক ও হাসি খুশি। আনন্দ আশুলিয়ার জিরানির আলহাজ্ব আব্দুল মান্নান কলেজ এর ২য় বর্ষের ছাত্র। তার সাথে এলাকা বাসি বা কোনো ব্যাক্তির সাথে কোন প্রকার দন্ত নেই বলে জানান। তাহলে এমন একটি হত্যাযজ্ঞ কিভাবে হলো প্রশ্ন সবার মনে?

নিহত আনন্দর মা ( মালতি রানী ) বলেন, সকাল ১১ টার বেজে যায় ছেলে এখন ও বাড়িতে আসছে না, মালতি রানী দুশ্চিন্তায় থাকায় এলাকা বাসি আসে-পাশে খোঁজাখুঁজি শুরু করেন তবুও পাওয়া যায় নি আনন্দ কে। প্রত্যক্ষদর্শীদের ডাকাডাকিতে নিহতের পরিবার এসে দেখে চিহ্নিত করতে পারে যে এটা আনন্দ। মা ( মালতি রানীর) মতে এটি একটি পরিকল্পিত হত্যা।

আশুলিয়া থানার তদন্ত কমিটি ( এস-আই ), মো কামাল হোসেন জানান, এটি একটি পরিকল্পিত হত্যা, থানায় মামলা দায়ের হয়েছে, এর সুষ্ঠ তদন্ত করা হবে এবং মৃত্যুর যথাযথ তথ্য জানানো হবে।

Author

আরও খবর

Sponsered content