সারাদেশ

ময়মনসিংহে বাস উল্টে হেলপারের মৃত্যু, ১০ যাএী আহত

  প্রতিনিধি ১১ জুন ২০২৫ , ৩:১১:০৩ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় হেলপার মঞ্জুরুল হাসান (৪১) নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (১১ জুন ২০২৫) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায়। নিহত মঞ্জুরুল শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা এবং তিনি ‘জুনায়েদ এক্সপ্রেস’ বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, শেরপুর থেকে ছেড়ে আসা ‘জুনায়েদ এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। চায়না মোড় এলাকার গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায় এবং ভেঙে উল্টে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই হেলপার মঞ্জুরুল হাসান প্রাণ হারান।

এছাড়া, দুর্ঘটনায় আহত ১০ জন যাত্রীকে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বাসচালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Author

আরও খবর

Sponsered content