বাংলাদেশ

বিজিবি’র অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ১২:০৮:৪২ প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার সীমান্ত উপজেলার টেকনাফ অব্যাহত মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৭ জুন ভোররাত ১টা ১৫ মিনিটের দিকে নোয়াপাড়া বিএসপি সংলগ্ন আদমের জোড়ায় অভিযান পরিচালিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও টহল দল কৌশলগত স্থানে অবস্থান নেয়। গভীর রাতে সন্দেহভাজন দুইজনকে বেড়িবাঁধ অতিক্রমের চেষ্টা করতে দেখে ধাওয়া করা হয়। তারা পালিয়ে গেলে কেওড়া বাগানে অভিযান চালিয়ে বিশেষভাবে মোড়কজাত দুটি বস্তা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, পাচারকারীরা নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে গেছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, সীমান্তে বিজিবি’র টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, “সীমান্তে যেকোনো অবৈধ কার্যক্রম দমনে বিজিবি সর্বদা সতর্ক এবং জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।”

Author

আরও খবর

Sponsered content