বাংলাদেশ

লালপুরে ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে ব্যবসায়িককে ৫০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ২:৩১:৩৬ প্রিন্ট সংস্করণ

সাধীন আলম হোসেন, নাটোরে প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নাটোরের লালপুর উপজেলার অমৃতপুর বাজারে ঘনচিনি (সোডিয়াম সাইক্লোমেট) মিশিয়ে আইসবার তৈরি ও ভুয়া লেবেল ব্যবহার করে বাজারজাত করায় একটি আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন ২০২৫) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান এই অভিযান পরিচালনা করেন।
জরিমানা করা হয়েছে **নাজমুল সুপার আইসক্রিম** নামের একটি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর নাজমুল ইসলাম (২৮), পিতা: ইছার উদ্দিন, অমৃতপুর বাজার স্কুলসংলগ্ন এলাকায় এ কারখানা পরিচালনা করছিলেন।

অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক **সোডিয়াম সাইক্লোমেট** (ঘনচিনি) মিশিয়ে আইসবার তৈরি করে আসছিল। এ ছাড়া তারা আইসক্রিমের মোড়কে ভুল ও বিভ্রান্তিকর লেবেল ব্যবহার করে পণ্য বাজারজাত করছিল, যা ভোক্তার প্রতারিত হওয়ার শামিল।
এ ধরনের অপরাধ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৪২ ধারায় দণ্ডনীয় অপরাধ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের একটি চৌকস দল।

অভিযান শেষে সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, “ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের অভিযান চলমান থাকবে। কোনো অবস্থাতেই ভেজাল বা প্রতারণামূলক পণ্য বাজারজাত করতে দেওয়া হবে না।

Author

আরও খবর

Sponsered content