বাংলাদেশ

মাদক-অস্ত্রের গোপন ঘাঁটিতে পুলিশের হানা, নারীসহ দুই চিহ্নিত অপরাধী গ্রেপ্তার

  প্রতিনিধি ২১ জুন ২০২৫ , ১২:২৮:৩৪ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মোবাইল ফোনসহ এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে

শুক্রবার (২০ জুন ২০২৫) গভীর রাতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে উপজেলার জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সবুজের বাড়ি থেকে এসব জিনিস উদ্ধার করা হয়। অভিযানে ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ নগদ টাকা, কয়েকটি মোবাইল সেট এবং অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, “মাদক ও অপরাধ দমনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এলাকার জনগণের সহযোগিতায় আমরা ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাবো।”

Author

আরও খবর

Sponsered content