সারাদেশ

চট্টগ্রাম কর্ণফুলী টানেলে মাইক্রোর অতিগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে আহত চার

  প্রতিনিধি ২৪ জুন ২০২৫ , ৫:১১:৫৯ প্রিন্ট সংস্করণ

আনোয়ারা চট্টগ্রাম আহমদ রেজাঃ কর্ণফুলী টানেলে রোজ মঙ্গলবার আনুমানিক বিকাল চার টার সময় পতেঙ্গা সমুদ্র সৈকতে সংলগ্ন মোড় থেকে একটি কালো মাক্রোবাস লোকাল যাত্রী নিয়ে টানেলে প্রবেশ করে।

ইতি মধ্যে টানেল কতৃপক্ষের নিয়ম অনুসারে গতিবিধি ঘন্টায় ৬০ কিলোমিটার করা থাকলে। ড্রাইভার গতিবিধি ভঙ্গ করে নিজ গতিতে গাড়ি চালান । গাড়িটি ছিলো গতি ১০০ উপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের দুই চাকা চিটকে যায়। গাড়িটি উল্টে চার জন যাত্রী আহত হন ঘটনাস্থলে।

টানেলের টিসিআর ম্যানেজার ফারুক সাহেবের বক্তব্য অনুসারে ড্রাইভার আমজাদ (২২) মোহম্মদ পুর গ্রামের বাসিন্দা। তার কোন পেশাদারী লাইসেন্স নেই। গাড়ির ডুকোমেন্ট সাথে কিছু নাই। গাড়িটি জব্দ করে টানেলে রেকার মাধ্যমে পতেঙ্গা থানায় হস্তান্তর করা। গাড়ির ভেতরে থাকা বাকি চার জন্য যাত্রী তাদের দুই জন মহিলা দুই পরুষ সঠিক তথ্য পাওয়া যায়নি।

ক্ষয়ক্ষতির বিষয় জানতে চাইলে টানেলের ভেতরে দুই পাশের বেশ কিছু অংশে ৫১ টি পার্টেক্স বোড ক্ষয়ক্ষতি ক্ষতি হয়েছে। যার দৈর্ঘ্য ১০৪ ফুট বলে জানান।

এঘটনাটির সহযোগিতায় টানেল কতৃপক্ষের আন্তরিকতা দেখে আহতদের পক্ষে থেকে ধন্যবাদ জানান।

এঘটনার সংকেতে মনিটরিং সেকশন তথ্য ভিত্তিতে ট্রাফিক বিভাগের (টিসিআর) উদ্ধার টিম সদস্য তাৎক্ষণিক ঘটনা স্থলে পৌছায় আহতদের টানেলের এ্যাম্বুলেন্স যোগে আনোয়ারা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে দ্রুত পৌছানোর ব্যবস্তা গ্রহন করেন টানেল কতৃপক্ষ।

যাদের অবস্থা আসংখ্যা জনক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন জরুরী বিভাগের চিকিৎসক।

Author

আরও খবর

Sponsered content