জনপ্রিয় - নিউজ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানালেন ছাত্র অধিকার পরিষদের সাভার উপজেলা সদস্য সচিব হাসান মাসুদ

  প্রতিনিধি ২৫ জুন ২০২৫ , ৩:২৬:৩৫ প্রিন্ট সংস্করণ

হাসান মাহমুদ, স্টাফ রিপোর্টার :  আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৫। দেশের ভবিষ্যৎ প্রজন্ম যখন শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই ধাপে পা রাখতে যাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা জেলা উত্তর-এর সাভার উপজেলা সদস্য সচিব হাসান মাসুদ সকল পরীক্ষার্থীদের প্রতি জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও সফলতা কামনা।

তিনি এক বার্তায় বলেন— এইচএসসি পরীক্ষা জীবনের একটি মোড় পরিবর্তনের দিকচিহ্ন। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজের মেধা ও পরিশ্রমের সঠিক প্রতিফলন ঘটানোর সুযোগ পায়। আমি বিশ্বাস করি, আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা প্রতিকূলতাকে জয় করতে জানে। তাই প্রত্যেক পরীক্ষার্থীর প্রতি আমার আন্তরিক শুভকামনা রইলো। তোমাদের সফলতাই আমাদের দেশের শক্তি ও ভবিষ্যতের আশার আলো।

তিনি আরও বলেন, প্রিয় পরীক্ষার্থীরা, আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করো। সময়মতো কেন্দ্রে যাও, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং মনোযোগ সহকারে উত্তর দাও। অযথা দুশ্চিন্তা নয়, বরং ইতিবাচক মনোভাব নিয়ে পরীক্ষায় বসো। ইনশাআল্লাহ, তোমাদের পরিশ্রমের সুফল অবশ্যই আসবে।
ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্রতিটি শিক্ষার্থীর জন্য রইলো দোয়া ও শুভকামনা—তোমরা এগিয়ে যাও, মাথা উঁচু করে এগিয়ে চলো তোমাদের লক্ষ্যের পথে।

Authors

আরও খবর

Sponsered content