সারাদেশ

সিলেটে দেড় মাসের শিশুকে গলাকেটে হত্যা,

  প্রতিনিধি ২৭ জুন ২০২৫ , ৯:৩২:৫৯ প্রিন্ট সংস্করণ

সিলেট বিভাগীয় প্রধান,মোঃ সাইফুল ইসলামঃ সিলেট নগরীর মেজরটিলা এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় দেড় মাস বয়সী এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। একই সময় ধারালো ছুরিকাঘাতে আহত হয়েছেন শিশুটির বাবা।

বুধবার (২৫ জুন) বিকেলে নগরীর মেজরটিলা বাজারসংলগ্ন ইসলামপুর এলাকায় আনসার মিয়ার বাড়ির একটি ভাড়াবাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম ইনায়া রহমান। সে সিএনজি অটোরিকশাচালক আতিকুর রহমান ও নাজমা বেগম দম্পতির একমাত্র কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে খাবার খেয়ে স্ত্রী ও শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন আতিকুর রহমান। বিকেলের দিকে হঠাৎ তাঁদের ঘর থেকে চিৎকার শোনা গেলে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন, আতিকুর রহমান রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন এবং তাঁর দুই মাসের কন্যা ইনায়া রহমানের গলা কাটা।

তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত আতিকুর রহমানকে জরুরি ভিত্তিতে হাসপাতালের ৫ম তলায় সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে নিহত নবজাতকের মা নাজমা বেগম বলেন, ‘আমরা বিকেলে মেয়ে ও স্বামীকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আসরের আজানের কিছুক্ষণ আগে কান্না করছিল। এসময় বাচ্চার বাবা আমার মেয়েকে শ্বান্তনা দিতে কোলে তুলে নিয়ে হাঁটছিলেন। কিছুসময় পরে তিনি (স্বামী) আমার শরীরে হাত দিয়ে ডাকেন। এসময় আমি ঘুম ঘুম চোখে থাকিয়ে দেখি আমার স্বামীর গলা রক্তাক্ত। পরে দ্রুত ওঠে গিয়ে দেখি আমার মেয়েরও গলাকাটা।‘

তিনি আরও বলেন, ‘আমার স্বামী সিএনজিচালিত অটোরিকশা চালক। সকালে নাস্তা খেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। দুপুরের দিকে বাসায় এসে বলেন তার মাথা ব্যাথা করছে। পরে নামাজ পরে খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়ি।‘

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সাইফুল ইসলাম হত‍্যাকাণ্ডের রহস‍্য উন্মোচনে পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content