মাদক

ফুলপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ছয় মাসের কারাদণ্ড

  প্রতিনিধি ২৭ জুন ২০২৫ , ৪:৫৭:০৭ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ‘মাদকাসক্ত’ ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে ফুলপুর পৌরসভার গ্রীনরোড এলাকায় অভিযান চালিয়ে এ রায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

দণ্ডপ্রাপ্ত যুবক ফাহিম হাসান (২৩) ফুলপুর পৌরসভার মৃত আব্দুল্লার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ফাহিম হাসান বৃহস্পতিবার রাতে মাদক সেবন করে বাড়ি ফিরে মায়ের কাছে টাকা দাবি করে। মা ও বোন টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে সে।

অসহ্য হয়ে রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে বিষয়টি জানান ফাহিমের মা ছালমা বেগম। এরপর রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ইউএনও সাদিয়া ইসলাম সীমা। ভুক্তভোগী মা, বোন ও ভগ্নিপতির জবানবন্দির ভিত্তিতে মাদক সেবনের প্রমাণ মেলে। এ সময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফাহিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ফাহিমের মা ছালমা বেগম বলেন, “ছেলেটার কারণে আমরা অতিষ্ঠ। বাধ্য হয়ে তাকে আইনের হাতে তুলে দিয়েছি। কোনো মায়ের সন্তান যেন এমন না হয়। সে যদি ভালো হয়ে ফিরে তাহলেই মঙ্গল।”

ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, “ফাহিম প্রায়ই টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত। পরিবার থেকে অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাকে দণ্ড প্রদান করে থানায় হস্তান্তর করা হয়েছে।”

ফাহিম বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

Author

আরও খবর

Sponsered content