সারাদেশ

মেহেরপুর গাংনীতে অস্ত্রসহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আটক

  প্রতিনিধি ২৭ জুন ২০২৫ , ৫:০৪:৪৬ প্রিন্ট সংস্করণ

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুর গাংনীতে যৌথবাহিনীর অভিযানে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদকের পরিত্যক্ত ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেল বোমা উদ্ধার করেছেন যৌথবাহিনি।

শুক্রবার ২৭ জুন-২০২৫ ভােরে গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীর এলাঙ্গী গ্রামের বাড়ির আঙ্গিনার পরিত্যক্ত ঘর থেকে এগুলাে উদ্ধার করা হয়েছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাফর আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে,ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাফর আলী (৫০) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর একটি টিম এবং পুলিশের সদস্যরা অংশ নেয়, এ সময় জাফর আলীর পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেল উদ্ধার করা হয়, অভিযান শেষে জিজ্ঞাসাবাদের জন্য জাফর আলীকে গাংনী থানা হেফাজতে নেওয়া হয়েছে ।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান ,বাড়ির মালিক জাফর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে,অস্ত্র ও ককটেল কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, কে বা কারা রেখেছিল,তা খতিয়ে দেখা হচ্ছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Author

আরও খবর

Sponsered content