সারাদেশ

তামাইয়ে পৈত্রিক জমি উদ্ধার করতে গিয়ে হেনস্তা ও অপপ্রচারের শিকার বিএনপি নেতা হাফিজ শেখ

  প্রতিনিধি ২৯ জুন ২০২৫ , ১:০১:৫৪ প্রিন্ট সংস্করণ

তামাইয়ে পৈত্রিক জমি উদ্ধার করতে গিয়ে হেনস্তা ও অপপ্রচারের শিকার বিএনপি নেতা হাফিজ শেখ

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই উত্তর পাড়ায় পৈত্রিক সম্পত্তি উদ্ধার করতে গিয়ে হেনস্তা ও সামাজিক অপপ্রচারের শিকার হয়েছেন ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ শেখ।

প্রাপ্ত তথ্যমতে, গত ২৩ জুন,সোমবার সকালে হাফিজ শেখ তার পিতা ও চাচাদের মালিকানাধীন ২৬ শতাংশ ফসলি জমিতে একটি গাছ কাটতে গেলে স্থানীয় কাওছার সিরাজী নামের এক ব্যক্তি বাধা দেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জমি দখলের অভিযুক্ত করে বিভিন্ন অপপ্রচার চালানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, উক্ত সম্পত্তির মূল মালিক ছিলেন হাফিজ শেখের পিতা ও চাচারা। ১৯৮৬ সালে তার এক চাচা মাত্র ৫.২০ শতাংশ জমি বিক্রি করেন, যা পরবর্তীতে হাজী তালহার নামে একজনের কাছে হস্তান্তর হয়। তবে বর্তমানে হাজী তালহার ছেলে কাওছার সিরাজী পুরো ২৬ শতাংশ জমির দখল দাবি করছেন, যদিও এস.এ খতিয়ানে জমিটি মোতিয়ার রহমানের নামে নিবন্ধিত, যিনি হাফিজ শেখের পরিবারের সদস্য।

এ বিষয়ে হাফিজ শেখ অভিযোগ করে বলেন, “আমি আমার পৈত্রিক সম্পত্তিতে গাছ কাটতে গিয়েছিলাম। অথচ এখন আমাকে জবরদখলকারী বানানোর অপচেষ্টা চলছে। এটি আমার সম্মানহানির অপকৌশল।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনেকেই এটিকে একটি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন, যেখানে একজন নেতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার চেষ্টাকে বিতর্কিত করতে সামাজিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে

Author

আরও খবর

Sponsered content