প্রতিনিধি ১ জুলাই ২০২৫ , ৯:৩১:৩২ প্রিন্ট সংস্করণ
মোঃ রাসেল আহমেদ, নেএকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
রোজ সোমবার (৩০ জুন) পৌর মিলনায়তনে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়ন মিলিয়ে মোট ৪৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৩৬৯ টাকার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ অলিদুজ্জামান।
এ বছর কোনো নতুন কর আরোপ ছাড়াই বাজেট উপস্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৮১ লাখ ৬৭ হাজার টাকা, এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৩৬৯ টাকা।
পৌর নাগরিকদের নাগরিক সুবিধা বৃদ্ধিতে এবার গুরুত্ব পেয়েছে:
রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার
ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন
ব্রিজ ও কালভার্ট নির্মাণ
বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা
নলকূপ স্থাপন
পাবলিক টয়লেট নির্মাণ
সড়কবাতি স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন
বাজেট পেশ শেষে পৌর নাগরিকদের সরাসরি অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে নাগরিকগণ তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ:
মোঃ অলিদুজ্জামান, ইউএনও ও পৌর প্রশাসক (সভাপতি)
আব্দুল আহাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
জোছনা আক্তার, একাডেমী সুপারভাইজার
সায়েদা রোবায়েত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
মোঃ জামিল হোসেন, সহকারী প্রকৌশলী, মদন পৌরসভা
মোঃ জাহাঙ্গীর আলম, পৌর নির্বাহী কর্মকর্তা
সাংবাদিক ও নাগরিকদের উপস্থিতি:
সভায় আরও উপস্থিত ছিলেন মদন উপজেলার বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ