রাজনীতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা শাখার নিন্দা

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৫ , ১২:৪৩:১৪ প্রিন্ট সংস্করণ

জবি প্রতিনিধি  : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান মুহি।

তিনি বলেন, “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ ও মুখ্য সংগঠক ফেরদৌস শেখসহ একাধিক নেতাকর্মীর উপর ছাত্রলীগ ট্যাগ দিয়ে ছাত্রদল সশস্ত্রভাবে হামলা চালিয়েছে। এটি একটি সুপরিকল্পিত অপচেষ্টা, যা গণতান্ত্রিক ছাত্র রাজনীতিকে ধ্বংস করার ইঙ্গিত বহন করে।”

তিনি আরও বলেন, “জুলাই পরবর্তী সময়ে দেশের কোনো ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব কিংবা ‘ট্যাগিং কালচার’-এর কোনো স্থান নেই। যারা এসব ফেরত আনতে চাইবে, তারা ছাত্রলীগের পরিণতির মুখোমুখি হবে।”

তিনি প্রশাসনের প্রতি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Author

আরও খবর

Sponsered content