জনপ্রিয় - নিউজ

বাগেরহাটে অগ্নিকাণ্ডে মশার কয়েল কারখানা পুড়ে ছাই।

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৪ , ৩:৩৫:১৬ প্রিন্ট সংস্করণ

  1. মোঃ তরিকুল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট শহরের দড়াটানা সেতু সংলগ্ন নারকেলের আচা দিয়ে মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেলেও কর্মরত ২৫ শ্রমিক সবাই নিরাপদ রয়েছে। বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেছে ফায়ার সার্ভিস।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাহাবুদ্দিন জানান, শহরের দড়াটানা ব্রিজ এলাকায় নারকেলের আচা গুড়া করা কারখানায় আগুনের খবর শুনে আমাদের দুটি ইউনিট তড়িৎ গতিতে আগুন নিয়ন্ত্রের কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। তবে এই ঘটনায় কেই হতাহত হয়নি।
কারখানার মালিক আল-আমিন হোসেন জানান, দুপুরে শ্রমিকরা টিফিনে গেলে আগুন দেখে স্থানীয় লোকজন ডাক চিৎকার শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়।

Author

আরও খবর

Sponsered content

ইসলামি ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর শাখার শোকরানা মিছিল, উপস্থিত ছাত্র জনতার ঢ্ল

মেহেরপুর আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রবিবার

ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার – দৈনিক মুক্তকথন নিউজ ।

মানবজীবনের সকল দুর্দশা-সংকট-খুন-জুলুমের মূলে একক গোষ্ঠীবাদি রাজনীতি ও রাষ্ট্র। – আল্লামা ইমাম হায়াত।

নগরীর বিমানবন্দর থানার ৫ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থনে জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান

প্রকাশিত সংবাদের প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন