প্রাকৃতিক দুর্যোগ

প্রবল বৃষ্টিপাতে পাইকগাছা পৌর বাজারের নাকাল অবস্থা

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৫ , ২:৪১:৩৮ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:   রবিবারের প্রবল বৃষ্টিতে পাইকগাছা পৌর বাজারের স্বর্ণ পট্টি মুহূর্তের মধ্য তলিয়ে গেছে। মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে এ পরিস্থিতি সৃষ্টি হয়। যদিও আষাঢ় মাসের শুরু থেকে একটানা গুড়ি গুড়ি, হালকা ও ভারি বৃষ্টি লেগে আছে। মাঝে একদিন গত শনিবার বৃষ্টি হয়নি ছিলো কড়া রোদ হাস্যউজ্জ্বল আকাশ। তবে (১৩ জুলাই) রবিবারের ভারী বৃষ্টিতে পাইকগাছা পৌরবাজার, কৃষি অফিস ও আদালত চত্তর, বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে আবারও প্লাবিত হয়েছে। বাজারের পাশ ঘেষে শিবসা নদী ভরাট হয়ে পড়ায় পানি নিঃস্কাশন ঠিকমত হয় না। আবার বৃষ্টির সাথে জোয়ারের পানি ওঠার কারণে বাজার তলিয়ে যাওয়ায় চরম বিপাকে বাজারের ব্যবসায়ীরা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, পাইকগাছা বাজারের মধ্যে দিয়ে পৌরসভার ড্রেন গিয়ে মিশেছে শিবসা নদীর সাথে। পৌর বাজারের বৃষ্টির পানি যেয়ে শিবসা নদীতে পড়ে। আবার ভারী জোয়ারের সময় উক্ত ড্রেন দিয়ে পৌর অভ্যান্তরে প্রবেশ করে। রবিবারের সকালের রোদের পর ১১টার দিকে মূষলধারে বৃষ্টিতে স্বর্ণ পট্টি, কাচাবাজার, মাংস ও খুচরা মাছ বাজার, কাঁকড়া ডিপো মার্কেট, কর্মকার পট্টিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। তাছাড়া উপজেলা কৃষি অফিস ও আদালত চত্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।

এবছর বর্ষকালের শুরু আষাঢ় মাসের প্রথম থেকে একটানা গুড়ি গুড়ি, হালকা ও ভারি বৃষ্টি লেগে আছে। কয়েক দিনের মধ্যে কয়েকবার একটানা ভারী বর্ষণে পাইকগাছার বিস্তির্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে আমন ধানের বীজ তলা, সবজি ক্ষেত, মৎস্য লীজ ঘের, নার্সারী, পুকুর, বাগান, রাস্তা ও বসতবাড়ী তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি আর বাড়ছে জনদূর্ভোগ।

এ বিষয়ে স্বর্ন পট্টির সীতা জুয়েলার্সের মালিক সঞ্জীত কুমার দে (বাবু) বলেন সামান্য বৃষ্টিতে আমাদের স্বর্ন পট্টি তলিয়ে দোকানের মধ্যে পর্যন্ত পানি ঢুকে। আমরা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দ্রুত এটার সুব্যবস্থার জন্য দাবী জানাচ্ছি।

Author

আরও খবর

Sponsered content