প্রতিনিধি ১৩ জুলাই ২০২৫ , ৩:১২:২৮ প্রিন্ট সংস্করণ
মো:-জাহিদুল ইসলাম,সীতাকুণ্ড চট্টগ্রাম : অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করল জে.এ.এম ফাউন্ডেশন ও লায়নস ক্লাব অব চিটাগং বন্ধন।
শনিবার (১২ জুলাই) সীতাকুণ্ড উপজেলার এলকে সিদ্দিকী স্কয়ারে আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রায় ২ হাজার নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা, রোগ নির্ণয়, ডায়াবেটিস ও প্রেসার পরীক্ষা, পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ও পৃষ্ঠপোষক লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেন, “সমৃদ্ধ ও পজিটিভ সীতাকুণ্ড গঠনে সবাইকে দলমত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে। দরিদ্র জনগণের পাশে থাকা, দুর্যোগে সহায়তা, শিক্ষা ও সামাজিক উন্নয়ন আমাদের দায়িত্ব।” তিনি জানান, এ কার্যক্রম সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় চলমান থাকবে এবং নারী উন্নয়ন, কর্মসংস্থান, বৃত্তিসহ নানা খাতে অবদান রাখার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সমাজসেবক ডাঃ কমল কদর এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা বখতিয়ার উদ্দিন।চিকিৎসক সমন্বয়কারী ডাঃ মোহাম্মদ ঈসা চৌধুরী, লায়ন কামরুজ্জামান লিটন (১ম ভাইস গভর্ণর, ৩১৫-বি৪), পেশাজীবী পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব ডাঃ খোরশেদ জামিল চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বিএনপি নেতা কাজী মহিউদ্দিন, জাকের হোসেন, মোরসালিন প্রমুখ এডভোকেট সরোয়ার হোসেন লাভলু সহ অনেকে।
এই বিশাল স্বাস্থ্যসেবায় অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা দিয়েছেন।এই মহৎ উদ্যোগের সমন্বয়কারী ছিলেন ডাঃ মোহাম্মদ ঈসা চৌধুরী।
স্থানীয়রা জানান, এ ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প সমাজের অবহেলিত মানুষদের জন্য বড় উপকার বয়ে আনছে। তারা চান, এমন মানবিক উদ্যোগ আরও নিয়মিত হোক।