মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁওয়ে অভিনয় কায়দায় ১ সপ্তাহে ৭টি অটোরিকশা একটি চক্র ছিনতাই করেছে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ  পল্লী উন্নয়নের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নবগঠিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ গুরুদাসপুরে প্রতারক চক্রের কবলে সাংবাদিক পরিবার,নিরাপত্তা চেয়ে সাংবাদ সম্মেলন সেনাবাহিনীর অভিযানে মেহেরপুরে চাঁদাবাজ আটক-৩ মায়ের বকুনির পর অভিমান করে মহনা (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে সার্টফিকেটে নাম ভূল আসায় সংশোধন প্রসঙ্গে.. আশুলিয়ায় ডোবা থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার পাঁচবিবিতে গ্যালাক্সি ড্রাগন বাগানে বদলে যাচ্ছে জীবন,নারী শ্রমিকদের স্বাবলম্বিতার গল্প পাইকগাছায় সাইবার নিরাপত্তা আইন মামলায় আটক- ১

বাগেরহাটে ৪ দিনব্যাপী ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু

মোঃ তরিকুল ইসলাম বাগেরহাট জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩১৪ Time View

মোঃ তরিকুল ইসলাম বাগেরহাট জেলা প্রতিনিধিঃ- বাগেরহাটের ফকিরহাটে চার দিনব্যাপী বঙ্গবন্ধু ৪০তম পুরুষ ও ১৭তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু হয়ছে।

ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃস্পতিবার (৭ মার্চ) সকালে ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ।

এ সময় বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে.কর্নেল মো. নজরুল ইসলাম, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ফেডারেশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন টিপু, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরদার, জাতীয় ভারোত্তলন দলের প্রশিক্ষক ও সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক বিশ্বাস আনিচুর রহমানসহ খেলোয়ার ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
চার দিনব্যাপী এই জাতীয় প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ১৭টি ক্লাব ও ৫টি সার্ভিসেস দলের ১২০ জন নারী ও পুরুষ ক্রীড়াবিদ এতে অংশ নেয়। সার্ভিসেস দলে বাংলাদেশ সেনাবহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি, আনছার ও জেলা পুলিশের সদস্যরা রয়েছেন।

১০ মার্চ সন্ধ্যায় এই প্রতিযোগিতা শেষ হওয়ার কথা রয়েছে। উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো জাতীয় আয়োজনে অংশগ্রহণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন খেলোয়াররা।
নড়াইল থেকে আসা নারী ভারোত্তলক মো. আয়শা খাতুন বলেন, ফকিরহাটের এই আয়োজন অনেক ভালো লেগেছে। ভারোত্তলনের মাধ্যমেই আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।
দিনাজপুর থেকে আসা খেলোয়াড় সবুজ চন্দ্র বর্মন বলেন, খেলার উদ্দেশ্যে প্রথমবারের মতো বাগেরহাটে এসেছি। আশা করি এখানে ভালো করব।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সুমনা রায় বলেন, আমি ৪৫ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছি। ৫৩ কেজি ও ক্লিন্জার ৭০ কেজি লিফটিং করে আমি সেকেন্ড পজিশন অর্জন করেছি। ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যাশা করেন তিনি।
দক্ষিণ এশিয়া গেমস ও কমনওয়েলথ ভারোত্তলন চ্যাম্পিয়ণশীপে স্বর্ণপদক জয়ী মাবিয়া আক্তার সীমান্ত বলেন, উপজেলা পর্যায়ে হলেও আয়োজনটা আন্তর্জাতিক মানের হয়েছে। হল, ওয়ার্ম-আপ জোন, প্রেকটিসের জায়গা সবই খুবই ভালো হয়েছে। আমিও এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আশা করি এখানে রেকর্ড করতে পারব।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার অন্যতম আয়োজক জাতীয় ভারোত্তলন দলের প্রশিক্ষক বিশ্বাস আনিচুর রহমান বলেন, নানা ধাপে বাছাইয়ের পরে এখানে বিভিন্ন জায়গা থেকে ১২০ জন ভারোত্তলক অংশগ্রহণ করেছেন। একাধিক স্বর্ণপদকপ্রাপ্ত ভারোত্তলকও রয়েছেন। আসলে উপজেলা পর্যায়ে জাতীয় আয়োজন এই প্রথম। ফকিরহাটে এই ধরনের আয়োজন করতে পেরে আমরা সবাই খুশি। এই প্রতিযোগিতার ফলে ফকিরহাট ও বাগেরহাটের মানুষ ভারোত্তলনের উপর আগ্রহী হবে।
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা চাই ভারোত্তলন এই খেলাটি আরও জনপ্রিয় হোক। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় প্রতিযোগিতার আয়োজন করছি। উপজেলা পর্যায়ে এবারই প্রথম জাতীয় আয়োজন হয়েছে। আয়োজনটি সফল হয়েছে। ভবিষ্যতে আগ্রহী অন্যান্য উপজেলায়ও এই ধরনের আয়োজনের আশ্বাস দেন তিনি।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102