মাদক

হোস্টেলের কক্ষে গাঁজা সেবন, কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী আটক

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৫ , ৬:১৩:১২ প্রিন্ট সংস্করণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করেছে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা। আটককৃত শিক্ষার্থীর নাম পার্থ ঘোষ। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হন।

জানা গেছে, রবিবার (১৩ জুলাই) ইনকোর্স পরীক্ষার পর বৃষ্টির কারণে ‘বিজয় ২৪’ নামক আবাসিক হলের ৩০৪ নম্বর কক্ষে আশ্রয় নেন পার্থ ঘোষ। অভিযোগ রয়েছে, সেখানেই তিনি গাঁজা সেবন শুরু করলে একই কক্ষে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি ধরে ফেলেন। পরে হল সুপার সামিউল ইসলামের সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হলের শিক্ষার্থীরা জানান, আবাসিক হলে দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর। সিসিটিভি ক্যামেরা অনেক জায়গায় নষ্ট অথবা অনুপস্থিত। এর আগেও সাইকেল চুরি ও ওয়াশরুম থেকে জিনিসপত্র হারানোর মতো ঘটনার অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

গাজা প্রতিক্রিয় ছবি

হল সুপার সামিউল ইসলাম জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি হলে গিয়ে বিষয়টি নিশ্চিত হই এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। পরে অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত হলের নিরাপত্তা জোরদার ও অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ।

Author

আরও খবর

Sponsered content