সারাদেশ

ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে ২০২৬ সালের উৎসবমুখর পরিবেশে প্রথম ক্লাস শুরু

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ৯:০৪:২১ প্রিন্ট সংস্করণ

মোঃ তারেক রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খঞ্জনদিয়ার অবস্থিত ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে আজ (৫ জানুয়ারি) ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।

সকালে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনটি শুরু হয়। এরপর শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। শিক্ষার্থীদের মাঝে নতুন বই, খাতা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষকরা বলেন, “শিক্ষার্থীদের মুখে হাসি আর চোখে স্বপ্ন দেখে আমরা অনুপ্রাণিত। এভাবেই আমরা বছরের শুরুটা সুশৃঙ্খলভাবে করতে চেয়েছিলাম।”

নতুন ইউনিফর্ম ও ব্যাগে সুসজ্জিত শিক্ষার্থীদের পদচারণায় স্কুল আঙিনা হয়ে ওঠে আনন্দঘন। অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সময়মতো বই, ক্লাস ও পরিবেশের জন্য ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুল সত্যিই প্রশংসনীয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ২০২৬ শিক্ষাবর্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তারা পূর্ণ প্রস্তুত।

Author

আরও খবর

Sponsered content