বিশ্ব

দক্ষিণ ২৪ পরগণা সেল্ফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার্স ইউনিয়নের দ্বাদশতম বার্ষিক সম্মেলন

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১২:১৫:১৬ প্রিন্ট সংস্করণ

মোমিন আলি লস্কর জয়নগর,ভারতঃ দক্ষিণ চব্বিশ পরগণা সেল্ফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার্স ইউনিয়নের দ্বাদশতম বার্ষিক সম্মেলন শনিবার যথাযথ মর্যাদা ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হল। জয়নগর ১ নম্বর ব্লকের ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধোসা বাজার মিলন মন্দির সংলগ্ন এলাকায় আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক স্বনিযুক্ত ল্যান্ড সার্ভেয়ার উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল স্বনিযুক্ত ভূমি জরিপকারীদের পেশাগত অধিকার, দীর্ঘদিনের সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা।

দক্ষিণ চব্বিশ পরগনা সেল্ফ-এমপ্লয়েড ল্যান্ড-সার্ভেয়ার্স ইউনিয়ন এর দ্বাদশতম বার্ষিক সম্মেলনে পক্ষ থেকে মূল দাবি গুলি হল ১/রাজ্য সরকারকে অবিলম্বে পূর্ণাঙ্গ জরিপ দপ্তর খুলতে হবে।
২/ কর্মরত ইউনিয়নের সকল আমিনকে উক্ত দপ্তরে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে
৩/ মাঠ জরিপ করে অবিলম্বে সংশোধিত মৌজা ম্যাপ তৈরি সহ ভূমির প্রকৃতি স্বত্বাধিকারী নির্ধারণ করতে হবে
৫/ পাকা বাড়ি তৈরি করার জন্য ভূমি জরিপ করে সাইট প্লান এর প্রেক্ষিতে বিল্ডিং প্ল্যান প্রস্তুত করে সরকারি অফিস থেকে অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক করতে হবে।
৬/ ভূমি সংস্কারের অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
৭/ জমি রেজিস্টেশন ও মিউটেশনের ক্ষেত্রে উক্ত দাগে ১২ বছরের সার্চিং রিপোর্ট প্রদান বাধ্যতামূলক করতে হবে।এই সম্মেলনে উপস্থিত ছিলেন,সভাপতি,শিশির কুমার মিস্ত্রি, সম্পাদক যুধিষ্ঠির নিয়োগী, জেলা সভাপতি মানিক চন্দ্র গায়েন, জেলা সহ সভাপতি ইসমাইল মোল্লা, জেলা সহ-সম্পাদক আকরামুল মোল্লা,কোষাধক্ষ্য সন্তোষ কুমার নস্কর সহ সম্পাদক,মোকারম মল্লিক জাকির হোসেন লস্কর মেম্বার
,উদয় ভানু মেম্বার।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: অন্যদেশ

ঈমানের নামে রাজনীতি, গণতন্ত্র, ভণ্ডামি ও এক অনিবার্য প্রতিবাদ

দক্ষিণ ২৪ পরগণা সেল্ফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার্স ইউনিয়নের দ্বাদশতম বার্ষিক সম্মেলন

১১ ই জানুয়ারি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ঘোলার মিনল মোড়ে প্রকাশ্য সমাবেশ তার প্রস্তুতি পর্ব সাংবাদিক সম্মেলন

রাজ্যের উন্নয়নের পাঁচালি ঘরে ঘরে পৌঁছাতে সাহাজাদাপুর অঞ্চলে তৃনমূল কংগ্রেসের মহিলা সম্মেলন কর্মসসূচী

দীর্ঘ দুর্ভোগের অবসান বামনগাছি এলাকায় নতুন ঢালাই রাস্তার শুভ উদ্বোধনে খুশি এলাকাবাসীরা

বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে বিশ্ব সংখ্যালঘু অধিকার দিবসে সাংগঠনিক সভা বারুইপুরে