সারাদেশ

ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের সামনে প্রাইভেট হাসপাতাল মালিকদের মানববন্ধন

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৫ , ৩:৩০:১৭ প্রিন্ট সংস্করণ

মোঃ হাবিবুল্লাহ,ভ্রাম্যমাণ প্রতিনিধি: ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে নগরীর কাজী নজরুল ইসলাম রোডে অবস্থিত পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক ও কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, জনস্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু জটিল লাইসেন্সিং প্রক্রিয়া, অযথা হয়রানি ও বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

হয়রানি বন্ধ, লাইসেন্স ও ছাড়পত্র প্রদান প্রক্রিয়া সহজীকরণ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দ্রুত সরবরাহের দাবিতে তারা শিগগিরই কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে সংগঠনটির জেলা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী ও সাধারণ সম্পাদক এবং প্রান্ত হাসপাতালের কর্ণধার মুনসুর আলম চন্দন নেতৃত্ব দেন। নেতৃবৃন্দ বলেন, “স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো জরুরি। আমরা মানুষের জীবন রক্ষার সেবা দিচ্ছি, তাই আমাদের কার্যক্রম নির্বিঘ্ন করতে দ্রুত ছাড়পত্র ও লাইসেন্স প্রদান নিশ্চিত করতে হবে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content